ক্রিমিয়ার তৈল শোধনাগারে ড্রোন হামলা ইউক্রেনের

ইউক্রেনের ওপর আক্রমণের তেজ বাড়িয়েছে রাশিয়া। এমন সময় নিজেদের বাঁচানোর পাশাপাশি রাশিয়াকে পাল্টা আক্রমণ করার স্ট্র্য়াটেজিতে নেমেছে ইউক্রেন।

New Update
ম্বচ্চ

নিজস্ব সংবাদদাতাঃ আর বসে বসে মার খাওয়া নয়, এবার পাল্টা মারের স্ট্র্যাটেজি। ইউক্রেনের ওপর আক্রমণের তেজ বাড়িয়েছে রাশিয়া। এমন সময় নিজেদের বাঁচানোর পাশাপাশি রাশিয়াকে পাল্টা আক্রমণ করার স্ট্র্য়াটেজিতে নেমেছে ইউক্রেন। আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপের বেশ কয়েকটি দেশের থেকে সামরিক সাহায্য পেয়ে এবার পুতিনের দেশে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন। জানা গিয়েছে, শুক্রবার রাতে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ার এক তৈল শোধনাগারে ড্রোন হামলা চালায় ইউক্রেন। তাতে বেশ ক্ষতি হয় রাশিয়ার। রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপোলের কাছে ঘটে এই ড্রোন হামলা। ইউক্রেনের পাল্টা হামলায় কিছুটা অবাক রাশিয়া। কারণ চলতি যুদ্ধে বেশিরভাগ আক্রমণটা পুতিনের দেশই করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে রাশিয়ার ২১ টি ক্ষেপণাস্ত্র  কার্যত তছনছ করে দেয় ইউক্রেনের একাধিক শহর। বিশেষ করে ইউক্রেনের রাজধানী কিয়েভ (Kyiv)। বৃহস্পতিবার রাতভর রাশিয়া (Russia) যে ২১ টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তার মধ্যে ১১ টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের (Ukraine) রাজধানী কিয়েভে আঘাত হানে। যার জেরে দাউ দাউ করে জ্বলতে শুরু করে কিয়েভ-সহ ইউক্রেনের বিভিন্ন শহরের একাধিক ঘরবাড়ি। বৃহস্পতিবার রাতে রাশিয়ার এক নাগাড়ে হামলার জেরে এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর মিলছে।