জোর ধাক্কা খেল রাশিয়া ! রাশিয়ার দখলে থাকা আরও একটি অঞ্চলের দখল নিল ইউক্রেন

বড় সাফল্য পেল ইউক্রেন।

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : এবার রাশিয়ার দখলে থাকা দোনেটস্ক অঞ্চলের নোভোইকোনোমিচনে গ্রামটিকে, রুশ সেনাদের দখলমুক্ত করার দাবি করলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। এই গুরুত্বপূর্ণ সাফল্যটি ইউক্রেনের পূর্বাঞ্চলে চলমান পাল্টা আক্রমণের একটি অংশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক গতিপ্রকৃতিতে দোনেটস্ক অঞ্চলে এখনও তীব্র লড়াই চলছে। এই বিষয়ে ইউক্রেনীয় সামরিক সূত্র জানিয়েছে, নোভোইকোনোমিচনে দখল মুক্ত করার ফলে, এই অঞ্চলে ইউক্রেনের অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং রুশ বাহিনীর ওপর যথেষ্ট চাপ বেড়েছে। এটি একটি কৌশলগতভাবে ভীষণ গুরুত্বপূর্ণ এলাকা, যা দখল করে ইউক্রেনীয় সেনারা সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।

zelenskyy