New Update
/anm-bengali/media/media_files/2024/11/28/dqSJbAecpzs0mC3S59w4.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার মূল প্রতিরক্ষা খাতে একাধিক নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলো ইউক্রেন ও ফ্রান্স। আজ এমনটাই জানালেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী আন্দ্রিয় সিবিহা। তিনি জানিয়েছেন,''ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো-র সঙ্গে আজ একটি বৈঠকে ড্রোন উৎপাদন, বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ইউক্রেনে প্রতিরক্ষা সামগ্রীর স্থানীয় উৎপাদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।'' সিবিহা আরও জানান, ''এই চুক্তিগুলি একটি কৌশলগত অংশীদারিত্ব গঠনের পথে বড় পদক্ষেপ, যা ভবিষ্যতে আন্তঃসরকারি কমিশনের মাধ্যমে চূড়ান্ত করা হবে। ইউক্রেন-ফ্রান্স সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যেই এই উদ্যোগ।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/20/uMTSWpKjyvccpWCEWT6q.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us