/anm-bengali/media/media_files/2025/03/25/Pck8EkyEn6Uon1SYtG1G.jpg)
নিজস্ব সংবাদদাতা : ইউক্রেন সম্প্রতি তাদের নতুন ক্ষেপণাস্ত্র "লং নেপচুন" ব্যবহার করেছে। রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আঘাত আনতে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার একটি তেল শোধনাগারের ওপর আঘাত হেনেছে। স্থানীয় সূত্রের খবর, ক্ষেপণাস্ত্রটি ১০০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
/anm-bengali/media/media_files/2025/02/09/sAtJMnDotFIeNk8cWAtT.jpg)
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই প্রসঙ্গে জানিয়েছেন, 'এটি "লং নেপচুন" ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় ব্যবহার।' এছাড়া, তিনি আরও বলেছেন যে, 'ইউক্রেন কিছু নতুন প্রযুক্তি পরীক্ষা করছে, কিন্তু সে সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। ইউক্রেন কখনোই তাদের পরিকল্পনা আগে থেকে প্রকাশ করে না, তারা শুধু লক্ষ্যবস্তুতে আঘাত করার পরই তথ্য শেয়ার করে।'
🇺🇦🚀 Ukraine used "Long Neptune" for the first time against a military target in occupied Crimea, — Zelensky's advisor Kamyshin
— MAKS 24 🇺🇦👀 (@Maks_NAFO_FELLA) March 24, 2025
📍Zelensky reported that Ukraine used a new cruise missile "Long Neptune" with a range of 1000 km against a Russian oil refinery — this was the second… pic.twitter.com/920hDikMTx
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us