মানব ঢাল হিসেবে ব্যবহার করো ইউক্রেনের বন্দিদের ! কুখ্যাত 'ওয়ার লর্ড' কাদিরভের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলো ইউক্রেন

কি দাবি করলো ইউক্রেন ?

author-image
Debjit Biswas
New Update
download - 2025-09-01T214959.503

KADYROV

নিজস্ব সংবাদদাতা : এবার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের বিরুদ্ধে  একটি গুরুতর অভিযোগ দায়ের করলো ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসএসইউ)। এই বিষয়ে এসএসইউ (SSU) জানিয়েছে,''রমজান কাদিরভ চেচেন কমান্ডারদের নির্দেশ দিয়েছিলেন যে ইউক্রেনীয় সেনাদের যুদ্ধবন্দী না করে সরাসরি যুদ্ধক্ষেত্রেই যেন গুলি করে হত্যা করা হয়।''

War

এছাড়াও তারা অভিযোগ করেন যে,''রমজান কাদিরভ ইউক্রেনীয় বন্দীদের, গ্রোজনির বিভিন্ন সামরিক স্থাপনার ছাদে মানব ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল সম্ভবত ইউক্রেনের ড্রোন হামলা থেকে সেখানকার সামরিক স্থাপনাগুলিকে রক্ষা করা।'' ইউক্রেনের দাবি,কাদিরভের এমন নির্দেশ আন্তর্জাতিক যুদ্ধাপরাধের শামিল। যুদ্ধবন্দীদের প্রতি এমন অমানবিক আচরণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।