/anm-bengali/media/media_files/2025/10/01/screenshot-2025-10-01-17-pm-2025-10-01-22-57-46.png)
নিজস্ব সংবাদদাতা: জেনেভায় এক বক্তব্যে ইউকেপিএনপি (ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি)-এর মুখপাত্র সরদার নাসির আজিজ খান পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আজাদ কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানের মানুষ গত আড়াই বছরেরও বেশি সময় ধরে রাস্তায় নেমে মৌলিক মানবাধিকারের দাবি জানাচ্ছেন, কিন্তু পাকিস্তান তাঁদের কণ্ঠস্বর শুনতে রাজি নয়।
খান জানান, “ওই অঞ্চলের মানুষ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন, তারা কোনো অস্ত্র ধরেনি, তারা অহিংস আন্দোলনে বিশ্বাসী। আমরা আন্তর্জাতিক স্তরে তাঁদের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছি, কারণ তাঁদের কোনো প্রতিনিধিত্ব নেই।”
/anm-bengali/media/post_attachments/7c869059-a66.png)
তিনি আরও অভিযোগ করেন, ২৯শে সেপ্টেম্বর থেকে গোটা অঞ্চল লকডাউনের মধ্যে রয়েছে। সেখানে ইন্টারনেট, টেলিফোন, কিংবা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রবেশাধিকার নেই। প্রায় ৩০ লাখ কাশ্মীরি কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।
মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন সূত্র থেকে খবর আসছে যে মৌলিক অধিকার চাইলে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হচ্ছে। তিনি বলেন, “কাশ্মীরিরা পাকিস্তানের কাছে কোনো অযৌক্তিক দাবি করছে না, তারা তাদের মৌলিক মানবাধিকার, স্বশাসনের অধিকার এবং নিজস্ব সম্পদের মালিকানা চাইছে। পাকিস্তানকে আমরা আহ্বান জানাই, যেন তারা কাশ্মীরিদের বিরুদ্ধে বলপ্রয়োগ বন্ধ করে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us