ফের বড়সড় সন্ত্রাসবাদী চক্রান্ত! ৭ ইরানি সহ ৮ জন গ্রেপ্তার, বিস্তারিত পড়ুন

ইংল্যান্ডের বিভিন্ন শহরে চালানো হল দুটি আলাদা সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। ৭ জন ইরানি নাগরিক সহ ৮ জনকে গ্রেপ্তার করল মেট্রোপলিটন পুলিশ।

author-image
Debapriya Sarkar
New Update
England

নিজস্ব সংবাদদাতা : ব্রিটেনে দু’টি আলাদা সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। তাঁদের মধ্যে ৭ জন ইরানি নাগরিক বলে জানা গেছে।

Arrest

প্রথম অভিযানে ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে পাঁচজনকে ধরা হয়—স্বিন্ডন, ওয়েস্ট লন্ডন, স্টকপোর্ট, রচডেল এবং ম্যানচেস্টারে। পুলিশের দাবি, একটি নির্দিষ্ট জায়গাকে লক্ষ্য করে হামলার ছক কষা হচ্ছিল। চারজনকে সন্ত্রাসবাদ আইনে (Terrorism Act) এবং একজনকে পুলিশ ও অপরাধ প্রমাণ আইন (PACE) অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। পাঁচজনই বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।

দ্বিতীয় অভিযানে লন্ডনের উত্তর-পশ্চিম ও পশ্চিম অংশ থেকে আরও তিনজন ইরানিকে ধরা হয়। তাঁদের বয়স যথাক্রমে ৩৯, ৪৪ ও ৫৫ বছর। এই তিনজনকে জাতীয় নিরাপত্তা আইনে (National Security Act) গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ নিশ্চিত করেছে যে এই দুই অভিযান একে অপরের সঙ্গে সংযুক্ত নয়।

Bangladeshi Arrested

মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম কমান্ডের প্রধান কমান্ডার ডমিনিক মারফি জানিয়েছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে। তিনি জনসাধারণকে সতর্ক থাকতে বলেছেন এবং কিছু সন্দেহজনক মনে হলে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ করেছেন।

হোম সেক্রেটারি ইভেট কুপার এবং হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিটিং এই অভিযানে অংশগ্রহণকারী পুলিশ ও গোয়েন্দাদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁদের মতে, এই ঘটনা প্রমাণ করে যে ব্রিটেনের নিরাপত্তা ব্যবস্থা সর্বদা সজাগ ও অভিযানে প্রস্তুত।