ইরানের সঙ্গে আলোচনা 'গঠনমূলক' হয়েছে! তাহলে কি যুদ্ধ শেষের পথে?

কে এই দাবি করেছেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি আজ জেনেভায় আলোচনায় অংশ নিয়েছেন। ল্যামি বলেন, " ইরান এমন পারমাণবিক ক্ষমতা রাখতে পারে না যা তাৎক্ষণিক মধ্যপ্রাচ্যের জন্য বরং বিশ্ব সম্প্রদায়ের জন্যও বিপজ্জনক হবে"। তিনি আরো বলেন, "আজ আমাদের গঠনমূলক আলোচনা হয়েছে এবং আমরা তা চালিয়ে যাব"। 

 ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার কথা উল্লেখ করে ল্যামি আরও বলেন যে প্রতিনিধিদল ইরানীদেরকে আমেরিকার সাথে আলোচনায় ফিরে আসার জন্য আগ্রহ জানিয়েছে।

David Lammy, new UK foreign secretary, could visit India within first month  | World News - The Indian Express