কির স্টারমারের ইউরোপ ট্রেড চুক্তি: ছোট লাভ, বড় পরিবর্তন

ব্রিটেন-ইউরোপের নতুন ট্রেড চুক্তি নিয়ে বিশ্লেষণ। ২০৪০ সাল পর্যন্ত মাত্র ০.২% জিডিপি বাড়বে, তবে ব্রেক্সিটের পর নয়া রাজনৈতিক দিক থেকে বড় সংকেত।

author-image
Debapriya Sarkar
New Update
starmer

নিজস্ব সংবাদদাতা : ব্রিটেন ও ইউরোপের নতুন ট্রেড চুক্তি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী কির স্টারমার। সরকারি তথ্য অনুযায়ী, এই চুক্তি ২০৪০ সাল পর্যন্ত দেশের অর্থনীতিতে ৯ বিলিয়ন পাউন্ড যোগাবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এটি মোট দেশীয় উৎপাদনের মাত্র ০.২ শতাংশ, যা ব্রেক্সিটের নেতিবাচক প্রভাবের তুলনায় খুব ছোট।

Starmer

এই চুক্তিতে ব্রিটেন ইউরোপের সঙ্গে কিছু নিয়ম-কানুন মিলিয়ে বাণিজ্য করবে, যা আগের সরকার করেনি। এর ফলে ব্রিটেনের ইউরোপের কাছাকাছি হওয়ার সম্ভাবনা বেড়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ট্রেড চুক্তি করা কঠিন হবে।,অর্থনৈতিক দিক থেকে ছোট হলেও রাজনৈতিক ও বাণিজ্যিকভাবে বড় চুক্তি হলো এটি।