রাশিয়ার মোকাবিলায় যৌথ নৌজোট গঠন করল যুক্তরাজ্য ও নরওয়ে

উত্তর আটলান্টিকে সাবমেরিন নজরদারি ও সাগরতল কেবল সুরক্ষায় যৌথ টহল শুরু।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
G7Wx8ENXwAAvi6y

File Picture

নিজস্ব প্রতিনিধি: যুক্তরাজ্য ও নরওয়ে উত্তর আটলান্টিকে রাশিয়ার সামরিক হুমকি ঠেকাতে একটি যৌথ নৌ-জোট গঠনের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। টাইপ–২৬ ফ্রিগেটের ওপর ভিত্তি করে গঠিত এই সম্মিলিত নৌবহর গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যবর্তী কৌশলগত সাগরপথে নিয়মিত টহল দেবে।

এই যৌথ টহলের মূল লক্ষ্য হবে সমুদ্রের তলদেশ দিয়ে চলা গুরুত্বপূর্ণ যোগাযোগ কেবল ও গ্যাস–তেল পাইপলাইন সুরক্ষা, পাশাপাশি রুশ সাবমেরিনের গতিবিধির ওপর নজরদারি করা। উভয় দেশের যুদ্ধজাহাজ একটি অভিন্ন ফরমেশনে পরিচালিত হবে এবং শেয়ারড বেস ও প্রযুক্তি ব্যবহার করবে।

এছাড়া যুক্তরাজ্য নরওয়ের মাইন শনাক্তকরণে ব্যবহৃত মানববিহীন সিস্টেম কর্মসূচিতে যোগ দেবে। দুই দেশের মেরিন বাহিনীর সদস্যরাও নরওয়েতে আর্কটিক পরিবেশে যৌথ প্রশিক্ষণ নেবে বলে জানানো হয়েছে।