ALERT: ২৩০ কিমি বেগে আসছে মাওয়ার!

দ্রুত শক্তি সঞ্চয়ের পর, টাইফুন মাওয়ার বিশ্বব্যাপী ২০২৩ সালের সবচেয়ে শক্তিশালী ঝড় হয়ে উঠেছে। এখন এটি এগোচ্ছে কোনদিকে? রইল সেই আপডেট। ক্লিক করুন এখানে।

New Update
cyclone

নিজস্ব সংবাদদাতা: সুপার টাইফুনে পরিণত হয়েছে মাওয়ার। ২৩০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে ফিলিপিন্সের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাত ৯টা নাগাদ গুয়ামে ল্যান্ডফল হয়েছে মাওয়ারের। প্রবল বৃষ্টি হয়েছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জজুড়ে। ঘণ্টায় ২৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া তাণ্ডব চালাল গুয়ামে। জারি করা হয়েছে লাল সতর্কতা।