Mexico: পৃথক হামলায় দুই বিদেশি পর্যটক নিহত

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর পুয়ের্তো এসকনডিডোতে এক কানাডিয়ান নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
nbv

নিজস্ব সংবাদদাতাঃ মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর পুয়ের্তো এসকনডিডোতে এক কানাডিয়ান নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে নিহত দ্বিতীয় বিদেশি পর্যটক তিনি। ওক্সাকা রাজ্যের কৌঁসুলিরা মঙ্গলবার জানিয়েছেন, পুয়ের্তো এসকনডিডোর একটি এলাকায় সোমবার কানাডার ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় একটি গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।

প্রসিকিউটররা হত্যাকাণ্ডের সম্ভাব্য কোনো কারণ জানাননি। নিহত ব্যক্তির নাম ভিক্টর ম্যাসন (২৭), তবে তার শহর সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আর্জেন্টিনার আরেক উপকূলীয় শহর ওক্সাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার তিন দিন পর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

প্রসিকিউটররা সোমবার জানিয়েছেন, মেক্সিকো সিটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আর্জেন্টাইন পর্যটক। শুক্রবার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের লেগুনা দে চাচাহুয়ার মুখে লা ইসলা গ্রামে মেক্সিকোর এক ব্যক্তি আর্জেন্টিনার তিন সদস্যের একটি দলের ওপর ছুরি দিয়ে হামলা চালায়।