ইউক্রেনের পূর্বাঞ্চলে দুই রুশ কমান্ডার নিহত

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার দুই কমান্ডার নিহত হয়েছে।

New Update
বভ

নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধে রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর বিরল ঘোষণায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্রে তাদের দুই কমান্ডার নিহত হয়েছেন। তবে কবে তাদের হত্যা করা হয়েছে তা জানায়নি মন্ত্রণালয়।   

জানা গিয়েছে, "চতুর্থ মোটরচালিত রাইফেল ব্রিগেডের কমান্ডার কর্নেল ভিয়াচেস্লাভ মাকারোভ ব্যক্তিগতভাবে এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। মারা যাওয়া আরেক জন কমান্ডার, সামরিক-রাজনৈতিক কাজের জন্য সেনা কোরের ডেপুটি কমান্ডার কর্নেল ইয়েভগেনি ব্রোভকো কর্মীদের ক্রিয়াকলাপ পরিচালনা করেছিলেন, শত্রুর আক্রমণ প্রতিহত করার অন্য একটি সেক্টরে ছিলেন।" 

মন্ত্রণালয় বলেছে, "একটি হামলা প্রতিহত করার লড়াইয়ের সময় কর্নেল ইয়েভগেনি ব্রোভকো একাধিক আঘাতে বীরত্বের সঙ্গে মারা যান।" দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন আর্তেমভস্কের উত্তর ও দক্ষিণে আমাদের সৈন্যদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে।