New Update
/anm-bengali/media/media_files/8YcVyYkpcwd31kskebk9.jpg)
নিজস্ব সংবাদদাতা: একই মানুষের শরীরে দুটি পুরুষাঙ্গ (Male Private Part) রয়েছে আর সেই সঙ্গে নেই কোনো মলদ্বার (Anus)। এটাও সম্ভব নাকি? অবিশ্বাস্য এই কাণ্ডই দেখা গিয়েছে এক শিশুর শরীরে (Newborn Baby)। হতবাক চিকিৎসকেরাও। সম্প্রতি সেই খবর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই চর্চা শুরু হয়েছে। পাকিস্তানের (Pakistan) এক শিশুর শরীরে এমন অস্বাভাবিক বিষয় লক্ষ্য করা গেছে। ডাক্তারি পরিভাষায় একে বলা হয় 'ডিফালিয়া' (Diphallia)। দুটি পুরুষাঙ্গের আকার স্বাভাবিক। মলত্যাগের জন্য ইতিমধ্যেই অস্ত্রোপচার করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us