BREAKING: গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা প্রত্যাহার !

সুনামি আবহে বড় স্বস্তি আমেরিকায়।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ বুধবার সন্ধ্যায় মার্কিন আবহাওয়া দফতর (National Weather Service Guam) জানিয়েছে, গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে জারি থাকা সুনামি সতর্কতা আপাতত বাতিল করা হয়েছে। এছাড়াও মাইক্রোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে আপাতত ‘সব কিছু স্বাভাবিক’ হিসেবেই ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, “শক্তিশালী স্রোত এখনও তৈরি হতে পারে।” তাই সকল বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

tsunami alert