BREAKING: প্রতি মুহূর্তে বাড়ছে উৎকণ্ঠা ! মানুষকে উদ্ধার করার জন্য হাওয়াইয়ে বন্ধ করা হল বিমানবন্দর

কি পরিস্থিতি হাওয়াইয়ে ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের অন্যতম প্রধান বিমানবন্দর ‘হিলো আন্তর্জাতিক বিমানবন্দর’-কে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজ্য সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “বিমানবন্দরের রানওয়ে ব্যবহার করে কিয়াওকাহা (Keaukaha) এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার জন্যই হিলো আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।” আসলে এই কিয়াওকাহা অঞ্চলটি এই বিমানবন্দরের ঠিক উত্তরে অবস্থিত, যেখানে একাধিক সৈকত উদ্যান রয়েছে। এই এলাকার বাইরে যাওয়ার জন্য মাত্র একটি প্রধান সড়ক থাকায় উদ্ধারকাজে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

tsunami alert