নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিকে কেন্দ্র করে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। এক বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন— "আমরা কেন শুধু খারাপ দেশ থেকে মানুষ নিই?"
তিনি বলেন, "নরওয়ে, সুইডেন, ডেনমার্ক থেকে কেন মানুষ নিচ্ছি না? কিন্তু আমরা সবসময় সোমালিয়া থেকে নিয়েছি। এমন জায়গা থেকে, যা নোংরা, ভয়াবহ, অপরাধে ভরা ও সম্পূর্ণ বিপর্যস্ত।"
/anm-bengali/media/post_attachments/76d4b6cc-f98.png)
তার এই মন্তব্যকে অনেকেই বর্ণবাদী ও অসম্মানজনক বলে সমালোচনা করছেন। বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য অভিবাসন নীতি নিয়ে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়াতে পারে।
অভিবাসন নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য: "খারাপ দেশ থেকে মানুষ নিই কেন?"
নরওয়ে-সুইডেনের মতো দেশ থেকে অভিবাসী নেয়ার প্রশ্ন, সমালোচিত বক্তব্যে ক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিকে কেন্দ্র করে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। এক বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন— "আমরা কেন শুধু খারাপ দেশ থেকে মানুষ নিই?"
তিনি বলেন, "নরওয়ে, সুইডেন, ডেনমার্ক থেকে কেন মানুষ নিচ্ছি না? কিন্তু আমরা সবসময় সোমালিয়া থেকে নিয়েছি। এমন জায়গা থেকে, যা নোংরা, ভয়াবহ, অপরাধে ভরা ও সম্পূর্ণ বিপর্যস্ত।"
তার এই মন্তব্যকে অনেকেই বর্ণবাদী ও অসম্মানজনক বলে সমালোচনা করছেন। বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য অভিবাসন নীতি নিয়ে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়াতে পারে।