/anm-bengali/media/media_files/2025/05/14/dZeK504ArQWIgmyXBXni.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ রবিবার রাতে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বা বাণিজ্য-সংক্রান্ত চিঠিপত্র ও চুক্তি প্রকাশ করা হবে আজ, সোমবার (৭ জুলাই) দুপুর ১২টা থেকে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/02/donald-trump-2025-07-02-21-53-42.jpeg)
নিজের পোস্টে ট্রাম্প বলেন, এই শুল্ক চিঠিপত্র এবং চুক্তিগুলি বিশ্বের নানা দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অবস্থানকে তুলে ধরবে। তবে তিনি নির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ করেননি। এই ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্য মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রেক্ষাপটে ট্রাম্প আবারও শুল্কনীতি ও বাণিজ্য-সংক্রান্ত কঠোর অবস্থান সামনে আনতে চাইছেন। ট্রাম্পের রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে চীন, কানাডা, ইউরোপীয় ইউনিয়নসহ একাধিক দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক সংঘাত ও বাণিজ্য দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। ফলে এই ঘোষণার মাধ্যমে তিনি পূর্বের নীতিগুলিকে আবারও সামনে আনছেন বলে বিশ্লেষকদের একাংশের মত। বর্তমান মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্ববাজার এবং আন্তর্জাতিক কূটনৈতিক মহল ট্রাম্পের এই ঘোষণার প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে।
US President Donald Trump posts on his Truth Social, "I am pleased to announce that the UNITED STATES TARIFF Letters, and/or Deals, with various Countries from around the World, will be delivered starting 12:00 P.M. (Eastern), Monday, July 7th." pic.twitter.com/XambnVw8aL
— ANI (@ANI) July 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us