/anm-bengali/media/media_files/2025/04/26/FfpqQAjY1gNSR4mAzrMF.jpg)
নিজস্ব সংবাদদাতা : ইউক্রেন যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি ফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে—এমনটাই জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্সি। এর আগে আশা করা হচ্ছিল, ট্রাম্প তাঁর কূটনৈতিক প্রয়াস শুরু করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে। কিন্তু বাস্তবে দেখা গেল, প্রথমে কথা হল যুদ্ধবিধ্বস্ত দেশের নেতার সঙ্গেই।
/anm-bengali/media/media_files/2024/11/07/VXqa9hM0KxpxO0Y58jkW.webp)
তবে ফোনালাপে কী কথা হয়েছে, তা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি দুই পক্ষই। ইউক্রেনের প্রেসিডেন্সির তরফে শুধু জানানো হয়েছে, আলোচনা হয়েছে যুদ্ধ থামানোর পথ খোঁজার উদ্দেশ্যে।
বিশ্লেষকদের মতে, প্রথমেই ইউক্রেনের সঙ্গে যোগাযোগ করে একপ্রকার বার্তাই দিতে চাইলেন ট্রাম্প—যে তিনি যুদ্ধ থামাতে চান, কিন্তু সেটা করতে চান কেবল একপাক্ষিকভাবে নয়। এখন পরবর্তী পদক্ষেপে ট্রাম্প কি করে সেটাই দেখার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us