/anm-bengali/media/media_files/2025/04/11/bqtvZdMnY9POtip0SAG7.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার রাতে তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক বিস্ফোরক বার্তা দিয়ে জানান, যে কোনো দেশ যারা ব্রিকসের মতবিরোধপূর্ণ ও মার্কিন-বিরোধী নীতির সঙ্গে নিজেদের যুক্ত করছে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং এই নীতির কোনো ব্যতিক্রম থাকবে না। ট্রাম্পের এই ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প মূলত আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তাঁর আগের "আমেরিকা ফার্স্ট" অবস্থানে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। ব্রিকস জোট, যেখানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা সহ আরও কয়েকটি দেশ যুক্ত, তারা দীর্ঘদিন ধরে পশ্চিমা আধিপত্যের বিকল্প এক অর্থনৈতিক জোট গড়ে তুলতে চাইছে। ট্রাম্প তাঁর প্রেসিডেন্সির সময় থেকেই চীনের বিরুদ্ধে কড়া শুল্ক আরোপসহ একাধিক অর্থনৈতিক প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এবার ফের ট্রুথ সোশ্যালের মাধ্যমে তিনি জানালেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী অবস্থান নিলে কোনো দেশকেই ছাড় দেওয়া হবে না এবং অতিরিক্ত কর তাদের দিতেই হবে। হুঁশিয়ারি উচ্চারণের পর এখনো পর্যন্ত ব্রিকস জোটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ট্রাম্পের এই ঘোষণার ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতি নতুন এক দ্বন্দ্বের মুখে পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/14/dZeK504ArQWIgmyXBXni.jpg)
US President Donald Trump posts on his Truth Social, "Any Country aligning themselves with the anti-American policies of BRICS, will be charged an ADDITIONAL 10% Tariff. There will be no exceptions to this policy. Thank you for your attention to this matter." pic.twitter.com/iUZR6fHSUS
— ANI (@ANI) July 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us