New Update
/anm-bengali/media/media_files/2025/05/13/3wLtysUGVkwKSV48NDOz.jpg)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউএই সফরের ঠিক আগে দেশটির সঙ্গে ১.৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে চিনুক হেলিকপ্টার ও এফ-১৬ বিমানের যন্ত্রাংশ।
/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
তবে এই চুক্তি নিয়ে কংগ্রেসে ডেমোক্র্যাটদের তীব্র আপত্তি। তাঁদের অভিযোগ, ইউএই ট্রাম্পের একটি ক্রিপ্টো প্রকল্পে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যা স্বার্থের সংঘাত তৈরি করছে। ট্রাম্পের এই সফরে এআই, সেমিকন্ডাক্টর ও জ্বালানি খাতে বড় বিনিয়োগের ঘোষণাও আসতে পারে বলে ধারণা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us