ফেডারেল নিয়ন্ত্রণে আসবে ওয়াশিংটন ডিসি-এর মেট্রোপলিটন পুলিশ ! বড় ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

ফের বড় পদক্ষেপ নিতে চলেছেন ট্রাম্প।

author-image
Debjit Biswas
New Update
Gv6lIfAXEAAdzPq

নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াশিংটন ডিসি-এর মেট্রোপলিটন পুলিশ বিভাগকে ফেডারেল নিয়ন্ত্রণের অধীনে আনার এবং ওয়াশিংটন ডিসি-তে ন্যাশনাল গার্ড মোতায়েন করার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে তিনি বলেন,''এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল দেশের রাজধানী শহরকে আরও নিরাপদ করে তোলা।'' ট্রাম্পের এই ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে এক তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

donald trump

এই বিষয়ে ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার, এই পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে, ''অপরাধ দমনে ন্যাশনাল গার্ড ব্যবহার করা সবচেয়ে কার্যকর উপায় নয়।'' তার মতে, ফেডারেল সরকার যদি আরও বেশি প্রসিকিউটর নিয়োগ করে বা ডিসি সুপিরিয়র কোর্টে শূন্য হয়ে থাকা ১৫টি বিচারকের পদ পূরণ করে, তাহলে তা অপরাধ দমনে আরও বেশি সহায়ক হবে।