/anm-bengali/media/media_files/2025/03/07/jYT9jODkDlzUPjv8Y9I8.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক বক্তব্যে নতুন করে বিতর্ক ছড়ালেন। তিনি জানান, তাঁর প্রশাসনের পুনঃব্র্যান্ডকৃত “ডিপার্টমেন্ট অব ওয়ার” শিগগিরই শিকাগো শহরে নামানো হতে পারে। ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন শহরগুলোতে সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়ে চলমান উত্তেজনার মাঝেই তাঁর এই হুমকি নতুন মাত্রা যোগ করেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
ট্রাম্প দাবি করেছেন, শিকাগোতে অপরাধ ও সহিংসতার মাত্রা দিন দিন বাড়ছে এবং স্থানীয় প্রশাসন সেগুলো নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তাই ফেডারেল বাহিনী পাঠিয়ে “আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার” করাই তাঁর উদ্দেশ্য। তবে সমালোচকদের মতে, এ ধরনের পদক্ষেপ আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নভেম্বরের নির্বাচনের আগে নিজের সমর্থন বাড়ানোর কৌশল।
President Donald Trump threatened on Saturday to unleash his newly rebranded "Department of War" on Chicago, further heightening tensions over his push to deploy troops into Democratic-led US citieshttps://t.co/GLSLwaVSN7
— AFP News Agency (@AFP) September 6, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us