১ নভেম্বর থেকেই চীনের ওপর চাপবে ১৫৫% শুল্ক ! সকাল সকাল বড় বোমা ফাটালেন ট্রাম্প

চীনকে কি হুমকি দিলেন ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
trump and xing

নিজস্ব সংবাদদাতা : সকাল সকাল ফের এক বড় বোমা ফাটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি চীনের ওপর বিপুল পরিমান শুল্ক চাপানোর হুমকি দিলেন তিনি। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,''অনেক দেশ আগে আমেরিকার কাছ থেকে বিপুল পরিমানে সুযোগ নিত, কিন্তু এখন আর তারা সেটা নিতে পারছে না। আপনারা জানেন যে চীন বর্তমানে আমাদের প্রায় ৫৫% শুল্ক দিচ্ছে। এই ৫৫% শুল্ক মানে হল একটি বিশাল অঙ্কের অর্থ। চীন শুল্কের আকারে আমাদের প্রচুর পরিমাণে অর্থ প্রদান করছে।''

trump and xi jinping

এরপর চীনের ওপর আরও বিপুল পরিমান শুল্ক চাপানোর হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন,''আমি প্রেসিডেন্ট জিংপিংয়ের এর সঙ্গে প্রায় সবসময়ই নানান বিষয় নিয়ে বৈঠক করে চলেছি। আমাদের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দক্ষিণ কোরিয়ায় একটি বিশেষ সাক্ষাৎ করতে চলেছি। আমি আশা করি,এই সময়ের মধ্যেই আমরা এমন কিছু একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব যা উভয় দেশের জন্যই ভালো হবে। আমি চাই চীন আমাদের থেকে সয়াবিন কিনুক। যদি এইসময়ের মধ্যে কোনও সিদ্ধান্তে না পৌঁছানো যায় তাহলে আগামী ১ নভেম্বর থেকে এই শুল্কের হার ৫৫% থেকে বেড়ে সম্ভাব্য ১৫৫% হতে পারে।''