/anm-bengali/media/media_files/2025/04/05/9MZ7r2fzmIUjE7MVTm33.jpg)
নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর কঠোর শুল্কনীতির কারণে বিশ্বের বিভিন্ন দেশ এখন বাণিজ্য চুক্তি করার জন্য তাঁর সঙ্গে 'তোষামোদ' করছে। ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান পার্টির এক নৈশভোজে (NRCC President’s Dinner) বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, "দেশগুলো এখন আমাকে ফোন করছে, বাণিজ্য চুক্তির জন্য আকুতি জানাচ্ছে। তারা বলছে, ‘দয়া করে স্যার, চুক্তি করুন। আপনি যা বলবেন তাই করব স্যার।" বিভিন্ন দেশের ট্রাম্পের কাছে এই আকুতি করাকে ট্রাম্প একটি কুরুচিকর মন্তব্যের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। ট্রাম্প বলেছেন, "countries are 'kissing my ass' to make trade deals"
/anm-bengali/media/media_files/2025/03/07/jYT9jODkDlzUPjv8Y9I8.jpg)
উল্লেখ্য, চীনা পণ্যের ওপর শুল্ক ১০৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে, আর অন্যান্য অনেক দেশের ওপরও ১১% থেকে ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।
JUST IN: President Trump says countries are 'kissing my ass' to make trade deals
— The Spectator Index (@spectatorindex) April 9, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us