New Update
/anm-bengali/media/media_files/2025/03/09/XLatqocWcOhU4UwUi6Rd.jpg)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন আদালত ট্রাম্পের আমদানি শুল্কের বড় অংশ অবৈধ ঘোষণা করতেই প্রশংসা করলেন হংকংয়ের অর্থমন্ত্রী পল চ্যান। তিনি বললেন, “এই রায় অন্তত ট্রাম্পকে বাস্তবে ফিরিয়ে আনবে।”
/anm-bengali/media/media_files/2025/04/05/Xsm18yl9HAkUe2W0dzvW.jpg)
আগে হংকংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ বাণিজ্যিক সম্পর্ক ছিল, কিন্তু ২০২০ সালে তা বাতিল করে দেয় ট্রাম্প প্রশাসন। এরপর থেকে হংকং-যুক্তরাষ্ট্র সম্পর্ক ক্রমেই খারাপ হয়েছে। এমনকি চলতি বছর হংকংয়ের ডাক বিভাগ যুক্তরাষ্ট্রের পার্সেল আদান-প্রদান বন্ধ করে দেয়।
এই পরিস্থিতিতে আদালতের রায়কে হংকং দেখছে নতুন আশার আলো হিসেবে। যদিও ট্রাম্প প্রশাসন রায়ের বিরুদ্ধে আপিল করেছে, তবুও হংকং মনে করছে, এতে কিছুটা হলেও যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতিতে ভারসাম্য ফিরবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us