/anm-bengali/media/media_files/2025/05/13/3wLtysUGVkwKSV48NDOz.jpg)
নিজস্ব সংবাদদাতা : ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আশাবাদী যে, সুপ্রিম কোর্ট এবার সেই বিতর্কিত ‘ন্যাশনওয়াইড ইনজাংশনের’ চর্চা বন্ধ করতে চলেছে—যার মাধ্যমে একজন জেলা জজ সারা দেশের জন্য কোনও নীতির কার্যকারিতা আটকে দিতে পারেন।
/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
বৃহস্পতিবার এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে যুক্তি তোলা হবে যে, এই ধরনের ইনজাংশন প্রেসিডেন্ট ও কংগ্রেস—দুইয়েরই ক্ষমতাকে খর্ব করে। কারণ একটি ছোট এলাকা বা জেলার রায় পুরো দেশজুড়ে কার্যকর হয়ে পড়ে।
প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানান, গত চার মাসে ট্রাম্পের নীতি ৩৯ বার আদালতে আটকে দেওয়া হয়েছে, যার মধ্যে ৩৫টি এসেছে একটি নির্দিষ্ট বিচারিক জেলার তরফ থেকে। তাঁর মতে, “এই চার মাসের ঘটনাগুলো অভাবনীয়।”
/anm-bengali/media/media_files/L1onfjwuXR7YBmSa76d1.jpg)
বৃহস্পতিবার ট্রাম্পের হয়ে মামলাটি লড়বেন সলিসিটর জেনারেল জন সাওয়ার—যিনি এর আগেও প্রেসিডেন্সিয়াল ইমিউনিটির পক্ষে সুপ্রিম কোর্টে সাফল্য পেয়েছিলেন। সব মিলিয়ে, এই রায় শুধু ট্রাম্প প্রশাসনের জন্য নয়, যুক্তরাষ্ট্রের নীতি প্রণয়নের ভবিষ্যতের জন্যও বড় দিশা দেখাতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us