'ঘাটতি কমাতে এটাই ওষুধ- শুল্ক', এটা দারুণ দৃশ্য! বললেন ট্রাম্প

চীনের সঙ্গে বড় বাণিজ্য ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। জানালেন—শুল্কই সমাধান, আর এখন থেকেই তার ফল মিলছে।

author-image
Debapriya Sarkar
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের জোর গলায় জানালেন—চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে শুল্কই সবচেয়ে কার্যকর অস্ত্র। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, "আমাদের চীনের মতো দেশের সঙ্গে বিশাল আর্থিক ঘাটতি রয়েছে। এই সমস্যা দূর করার একমাত্র উপায় শুল্ক, যেগুলো এখন যুক্তরাষ্ট্রে বিলিয়ন বিলিয়ন ডলার এনে দিচ্ছে।"

Trump

তিনি দাবি করেন, আগের প্রেসিডেন্ট জো বাইডেনের সময় এসব দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি আরও বেড়েছিল। তবে এখন তিনি দ্রুত সেই পরিস্থিতি বদলে দেবেন। ট্রাম্প বলেন, "একদিন মানুষ বুঝবে, যুক্তরাষ্ট্রের জন্য শুল্ক একটা খুব সুন্দর বিষয়!"

বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য শুধু অর্থনীতি নয়, নির্বাচনী রাজনীতির দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ ট্রাম্প বরাবরই ‘আমেরিকা ফার্স্ট’ নীতির পক্ষে এবং বিদেশি পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করে দেশের শিল্প ও কর্মসংস্থান রক্ষার কথা বলে আসছেন। ট্রাম্পের এই বক্তব্যের পর আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার বিষয়।