New Update
/anm-bengali/media/media_files/2025/01/23/krkTl838bklizoLxQfAK.webp)
নিজস্ব সংবাদদাতা : হোয়াইট হাউসে আজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও বড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,''আমি কেবল পরোক্ষভাবেই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি এবং এই বৈঠকের পরেই আমাদের মধ্যে ফের ফোনে কথা হবে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/06/6h3QbTqpifosoGHiafQ3.webp)
এরপর তিনি বলেন,''আমাদের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক (tri-lateral) হতে পারে আবার নাও হতে পারে। যদি আমাদের এই বৈঠকটি না হয়, তাহলে হয়তো এই যুদ্ধ চলতে থাকবে। আর যদি এই বৈঠকটি হয়, তাহলে যুদ্ধ শেষ হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us