BREAKING: ইরান-ইসরায়েলের যুদ্ধ ঠিক যেন স্কুলের দুই শিশুর লড়াই ! ফের বিতর্কিত মন্তব্য করলেন ট্রাম্প

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
trump

নিজস্ব সংবাদদাতা : আজ ন্যাটো সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের চলমান সংঘর্ষকে তুলনা করলেন স্কুলের দুই শিশুর লড়াইয়ের সঙ্গে। আজ এই বিষয়ে ট্রাম্প বলেন, “তারা শেষ পর্যন্ত একটা মীমাংসায় পৌঁছে গেছে। ওরা এই লড়াইটা ঠিক স্কুলের দুটি মতো লড়ে যাচ্ছিল। তখন আমি ভাবলাম,ওদের ২–৩ মিনিট লড়তে দাও, তারপর থামানো সহজ হয়ে যাবে।” যদিও ট্রাম্পের এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। কূটনৈতিক মহল ট্রাম্পের এই বক্তব্যকে অশালীন বললেও, ট্রাম্পপন্থীরা বলছেন, এই ধরনের "সোজাসাপটা" কথাবার্তাই তাঁকে আলাদা করে তোলে।

donald trump