চীন থেকে আমদানি, শুল্ক আর ভোক্তা খরচ—হোয়াইট হাউসে চুলচেরা বিশ্লেষণ

শুল্কনীতি নিয়ে আলোচনা করতে ওয়ালমার্ট, টার্গেট, লো’জ এবং হোম ডিপোর সিইওদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

author-image
Debapriya Sarkar
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বৈঠক করেছেন দেশের শীর্ষ চার খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে। ট্রাম্পের আরোপিত ট্যারিফ নিয়ে আলোচনার জন্য এই বৈঠকে অংশ নেন Walmart, Target, Lowe’s এবং Home Depot-এর সিইওরা।

Trump

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়ালমার্টের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির সিইও ডগ ম্যাকমিলন বৈঠকে অংশ নিয়েছেন। তবে Target, Lowe’s ও Home Depot এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি।

প্রসঙ্গত, চীনসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের কারণে মার্কিন খুচরা বাজারে চরম চাপ সৃষ্টি হয়েছে। শুল্ক, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার প্রভাবে ভোক্তাদের কেনাকাটার প্রবণতা কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এই খাতটি।