/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আগামী সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। তবে এই সফরের আগে একটি বিতর্কিত ঘটনা ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে।
/anm-bengali/media/media_files/PmVyF0DFcvjno1f4Gr5m.jpg)
সম্প্রতি ট্রাম্প প্রশাসনের নতুন নীতির আওতায় দক্ষিণ আফ্রিকার কিছু শ্বেতাঙ্গ নাগরিককে যুক্তরাষ্ট্রে শরণার্থী মর্যাদা দিয়ে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের দাবি, এই শ্বেতাঙ্গরা দেশে নিগৃহীত সংখ্যালঘু হিসেবে নির্যাতনের শিকার হচ্ছেন।
তবে দক্ষিণ আফ্রিকার সরকার এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করেছে। এই অবস্থায় রামাফোসার আমেরিকা সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, সফরের মূল আলোচ্য বিষয়গুলির একটি হবে এই শরণার্থী বিতর্ক।
South African President Cyril Ramaphosa will visit the White House next week, his office said Thursday, days after the arrival in the U.S. of the first group of White South Africans, having been granted refugee status under a new Trump administration policy.…
— CBS News (@CBSNews) May 16, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us