/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
নিজস্ব সংবাদদাতা : বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই গুরুত্বপূর্ণ কথোপকথনের কথা নিশ্চিত করেছে এক মার্কিন আধিকারিক।
/anm-bengali/media/media_files/2025/01/23/krkTl838bklizoLxQfAK.webp)
দিনের শুরুতেই মার্কিন সহ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছিলেন, এই ফোনালাপে ট্রাম্প সরাসরি পুতিনকে জিজ্ঞেস করবেন তিনি আদৌ ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান কি না। ভ্যান্স বলেন, এখন আর যুক্তরাষ্ট্র “অর্থহীন চেষ্টা করে সময় নষ্ট” করবে না, তারা চাইছে এই সংঘাতের একটা স্পষ্ট এবং কার্যকর সমাধান।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আজ সাংবাদিকদের জানিয়েছেন, ট্রাম্প এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে দুই পক্ষের উপরই এখন বিরক্ত ও ক্লান্ত। তাঁর একটাই লক্ষ্য—যুদ্ধবিরতি হোক এবং অবিলম্বে এই সংঘাতের অবসান ঘটুক। এই ফোনালাপ ঘিরে তাই আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল—আদৌ কি ট্রাম্প-পুতিন আলোচনায় মিলবে যুদ্ধ শেষের কোনও ইঙ্গিত?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us