‘Scum’! মেমোরিয়াল ডে-র দিনেই বিরোধীদের উপর ঝাঁঝালো তোপ ট্রাম্পের

মেমোরিয়াল ডে-তে প্রয়াত মার্কিন সেনাদের শ্রদ্ধা জানিয়ে বিতর্ক উস্কে দিলেন ডোনাল্ড ট্রাম্প। বিরোধীদের ‘অপদার্থ’ বলে কটাক্ষ, বিচারপতিদেরও তুলোধোনা করলেন।

author-image
Debapriya Sarkar
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্রে যুদ্ধবিধ্বস্ত সৈনিকদের স্মরণে পালিত মেমোরিয়াল ডে-তে একদিকে যখন গোটা দেশ মাথা নত করে শ্রদ্ধা জানাচ্ছে, তখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে তৈরি হলো উত্তেজনা।

Trump

এই স্মরণীয় দিনে ট্রাম্প তাঁর রাজনৈতিক প্রতিপক্ষদের আক্রমণ করে তাদের ‘scum’ অর্থাৎ ‘অপদার্থ’ বলে মন্তব্য করেন। শুধু তাই নয়, যেসব বিচারপতি তাঁর পক্ষে রায় দেন না, তাদের প্রতিও ক্ষোভ উগরে দেন।

ট্রাম্পের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এমন একটি দিনে রাজনৈতিক মন্তব্য না করাই সম্মানজনক হতো। তবে ট্রাম্প নিজের আগ্রাসী অবস্থানেই অনড় থাকছেন।