/anm-bengali/media/media_files/2025/05/13/3wLtysUGVkwKSV48NDOz.jpg)
নিজস্ব সংবাদদাতা : ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন Trump Media & Technology Group এবার বড়সড় অর্থনৈতিক পদক্ষেপ নিতে চলেছে। সংস্থাটি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের জন্য প্রায় ৩ বিলিয়ন ডলার সংগ্রহ করার পরিকল্পনা করছে—এমনটাই উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিবেদনে।
/anm-bengali/media/media_files/2025/04/29/1000195784-103906.jpg)
এই বিপুল অর্থ সংগ্রহের মাধ্যমে ট্রাম্প মিডিয়া ডিজিটাল মুদ্রা, ব্লকচেইন এবং ওয়েব৩ প্রযুক্তির দিকে আরও জোর দিতে চায়। বিশেষ করে Truth Social-এর সম্প্রসারণ এবং একে একটি 'অল্টারনেটিভ ফিনান্সিয়াল প্ল্যাটফর্ম' হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও সংস্থার রয়েছে বলে শোনা যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প মিডিয়ার এই পদক্ষেপ মার্কিন রাজনীতির সঙ্গে ক্রিপ্টো জগতের ঘনিষ্ঠতা বাড়াতে পারে। কারণ ২০২4 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নিজেও ক্রিপ্টোকে কেন্দ্র করে বেশ কিছু মন্তব্য করেছেন এবং নিজেকে 'ক্রিপ্টো-সমর্থক' হিসেবেও তুলে ধরেছেন।
/anm-bengali/media/media_files/dv4rNJ2BetV4QvmTpdYf.jpg)
তবে এই উদ্যোগ সফল হবে কিনা, তা সময়ই বলবে। কারণ মার্কিন বাজারে ক্রিপ্টো নিয়ে নিয়ন্ত্রক দিক থেকে এখনো অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা রয়ে গেছে।
JUST IN: Trump Media Group is planning to raise $3 billion to invest on cryptocurrencies
— The Spectator Index (@spectatorindex) May 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us