BREAKING: আখের চিনি দিয়েই তৈরী হবে কোকা-কোলা ! সকাল সকাল বড় ঘোষণা করলেন ট্রাম্প

কি ঘোষণা করলেন ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
yfgu.webp

নিজস্ব সংবাদদাতা : এবার কোকা-কোলা সংক্রান্ত একটি বড়মাপের ঘোষণায় সারা বিশ্বে ব্যাপক হৈচৈ সৃষ্টি করলেন ডোনাল্ড ট্রাম্প। আজ নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি লেখেন,''আমি কোকা-কোলার সঙ্গে কথা বলেছি যাতে তারা যুক্তরাষ্ট্রের সমস্ত কোকে আসল আখের চিনি ব্যবহার করে, এবং তারা এতে অবশ্যই রাজি হয়েছে। আমি কোকা-কোলা কর্তৃপক্ষকে এই বিষয়ে ধন্যবাদ জানাতে চাই। এটি একটি চমৎকার পদক্ষেপ,আর খুব শীঘ্রই আপনারা এর সুফল দেখতে পাবেন। এটা নিঃসন্দেহে ভালো!” যদিও ট্রাম্প এখনও এটা স্পষ্ট করে বলেননি যে কেন তিনি এই পরিবর্তনের জন্য কোকা-কোলাকে চাপ দিয়েছেন, তবে এই বিষয়টি স্বাস্থ্য সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়রের "Make America Healthy Again" প্রচারণার সুরের সঙ্গেই মেলে। কেনেডি বহুদিন ধরেই প্রক্রিয়াজাত খাবারে কর্ন সিরাপ ব্যবহারের তীব্র সমালোচনা করে আসছেন। ট্রাম্পের এই পদক্ষেপ আমেরিকার খাদ্য সংস্কৃতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

donald trump