/anm-bengali/media/media_files/2025/05/24/0kE84R5JNGiroCVplTDT.jpg)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ আনুষ্ঠানিকভাবে তাঁর দীর্ঘ-প্রতিশ্রুতিবদ্ধ 'ট্রাম্প গোল্ড কার্ড' চালু করার সময় অভিবাসন নীতিতে একটি বড় পরিবর্তনের ঘোষণা দিলেন। তিনি স্পষ্ট করে বলেন যে, এই নতুন ভিসা কর্মসূচির মাধ্যমে মেধাবী আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের আর পড়াশোনা শেষ করে নিজের দেশে (যেমন ভারত বা চীন) ফিরে যেতে হবে না, বরং তারা আমেরিকাতেই থাকতে পারবে।
প্রেসিডেন্ট ট্রাম্প এই 'গোল্ড কার্ড'-কে দেশের অর্থনীতি এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তিনি দাবি করেন যে, এই কর্মসূচির মাধ্যমে আমেরিকা তার উচ্চ-দক্ষতাসম্পন্ন প্রতিভা ধরে রাখতে পারবে। তিনি বলেন,"অসাধারণ মেধাবী মানুষদের আর কলেজ থেকে পাশ করে এই কথা বলতে হবে না যে তাদের ভারত, চীন, ফ্রান্সে ফিরে যেতে হচ্ছে; আমরা সেটার ব্যবস্থা করছি।"
ট্রাম্পের এই মন্তব্য বিশেষভাবে ভারত ও চীনের মেধাবী শিক্ষার্থীদের লক্ষ্য করে করা হয়েছে, যারা STEM (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত) ক্ষেত্রে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলি থেকে ডিগ্রি অর্জন করার পরেও বিদ্যমান এইচ-১বি (H-1B) ভিসা এবং গ্রিন কার্ডের জটিলতার কারণে বাধ্য হয়ে নিজ দেশে ফিরে যেতে হয়।
VIDEO | Washington: "Tremendous people won't have to say they graduated from college and have to go back to India, China, France; We're taking care of that," says US President Donald Trump (@POTUS) while launching Trump Gold Card.#USNews
— Press Trust of India (@PTI_News) December 11, 2025
(Source: Third Party)
(Full video… pic.twitter.com/LIO89VeJCn
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us