New Update
/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
নিজস্ব সংবাদদাতা : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার খবরের শিরোনামে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজনে সেনা পাঠিয়ে গ্রিনল্যান্ড দখল করার কথা ভাবতে পারেন। ট্রাম্প বলেন, বলেন, “আমাদের গ্রিনল্যান্ড খুব দরকার। ওখানে কম মানুষ থাকে, আমরা তাদের দেখে রাখব। কিন্তু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য জায়গাটা আমাদের দরকার।”
/anm-bengali/media/media_files/2025/04/29/1000195784-103906.jpg)
গ্রিনল্যান্ড অনেক খনিজ সম্পদে ভরপুর। আমেরিকা, রাশিয়া আর চীন—এই তিন দেশই ওই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায়। ট্রাম্প আগে থেকেই গ্রিনল্যান্ড নিতে চেয়েছেন, কখনও জোর করে, কখনও টাকার প্রলোভনে। কিন্তু ডেনমার্ক আর গ্রিনল্যান্ড এই প্রস্তাব বারবারই ফিরিয়ে দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us