New Update
/anm-bengali/media/media_files/2025/05/13/3wLtysUGVkwKSV48NDOz.jpg)
নিজস্ব সংবাদদাতা : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘরোয়া নীতিমালার বিল নিয়ে অবস্থান বদলাচ্ছেন হাউস ফ্রিডম ককাসের কিছু সদস্য। বৈঠক শেষে প্রতিনিধি অ্যান্ডি বিগস স্পষ্টভাবে জানান, তিনি বিলটির পক্ষে ভোট দেবেন। রালফ নরম্যানও জানান, কিছু পরিবর্তন এসেছে যা তিনি সমর্থন করতে পারেন। যদিও কিথ সেলফ এখনো মুখ খুলছেন না, অনেক সদস্যই মন্তব্য এড়িয়ে গেছেন। সব মিলিয়ে ট্রাম্পের বিল নিয়ে কট্টরপন্থীদের মন গলছে বলেই মনে হচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/05/22/XkbTHhO7TnVnqZnwViBT.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us