/anm-bengali/media/media_files/2025/05/14/dZeK504ArQWIgmyXBXni.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার সঙ্গে একটি "পূর্ণ প্রবেশাধিকার" চুক্তি সম্পন্ন করেছে, যার আওতায় কোনো শুল্ক ছাড়াই কপারসহ সব ধরনের সম্পদে মার্কিন অ্যাক্সেস নিশ্চিত হয়েছে। ট্রাম্প বলেন, “আমরা ইন্দোনেশিয়ার সঙ্গে একটি দারুণ চুক্তি করেছি। ওদের দুর্দান্ত প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। এখন আমরা পুরোপুরি ইন্দোনেশিয়ায় প্রবেশাধিকার পাচ্ছি। কপারসহ সব কিছুতে।”
/anm-bengali/media/post_attachments/f3d8e464-9f1.png)
তিনি আরও দাবি করেন, “আমাদের আগে এসব দেশে কোনো প্রবেশাধিকার ছিল না। আমাদের ব্যবসায়ীরা যেতে পারতেন না। কিন্তু এখন শুল্ক নীতির কৌশলের মাধ্যমে আমরা সেই সুযোগ অর্জন করছি।” ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ভারতও একই ধরনের পথে কাজ করছে এবং অদূর ভবিষ্যতে সেখানেও যুক্তরাষ্ট্র প্রবেশাধিকার পাবে। এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প আবারও বাণিজ্যিক জাতীয়তাবাদের বার্তা দিচ্ছেন এবং নির্বাচনী বছরকে সামনে রেখে এমন চুক্তি ও দাবিগুলি মার্কিন অর্থনৈতিক সাফল্যের বার্তা ছড়াতে ব্যবহৃত হচ্ছে। তবে ইন্দোনেশিয়া বা ভারতের পক্ষ থেকে এই চুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো প্রকাশিত হয়নি।
#WATCH | US President Donald Trump says, "We made a deal with Indonesia. I spoke to their really great president...and we made the deal. We have full access to Indonesia, everything. As you know, Indonesia is very strong on copper, but we have full access to everything. We will… pic.twitter.com/hSFArf17Ly
— ANI (@ANI) July 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us