নেতানিয়াহু ইস্যুতে অবস্থান বদল ট্রাম্পের, এবার কি?

নেতানিয়াহুর দুর্নীতির মামলায় তাকে রক্ষা করার ঘোষণা ট্রাম্পের — আগের দিনের সমালোচনার পর অবস্থান বদল।

author-image
Aniket
New Update
Netanyahu trump

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে “উইচ হান্ট” বা “ডাইনি শিকার” বলে মন্তব্য করে তার পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে রক্ষা করবে।”

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, “আমেরিকা যেভাবে ইসরায়েলকে বাঁচিয়েছে, এখন ঠিক একইভাবে বাঁচাবে বেনিয়ামিন নেতানিয়াহুকেও।”

এই মন্তব্য আসে একদিন পর, যখন ট্রাম্প ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির সময় তিনি বলেছিলেন, “চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েল যে পরিমাণ বোমা ফেলেছে, তা আমার জীবনে কখনো দেখিনি।”

Trump demands end to Netanyahu's graft trial: 'US saved Israel, now is  going to save Bibi' | The Times of Israel

ওই মন্তব্যের পর ওয়াশিংটন থেকে নেদারল্যান্ডস রওনা দেওয়ার সময় ট্রাম্প নেতানিয়াহুকে ফোনে জানান, তিনি “অত্যন্ত কঠোর ও সরাসরি” মনোভাব পোষণ করেছেন।

কিন্তু বুধবার ফের অবস্থান বদলে ট্রাম্প নেতানিয়াহুকে “মহান যুদ্ধকালীন প্রধানমন্ত্রী” বলে প্রশংসা করেন এবং স্পষ্ট করে দেন যে যুক্তরাষ্ট্র তার পাশে থাকবে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বার্তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।