/anm-bengali/media/media_files/2025/03/06/nO2gKoIkCRZDvEBvzyWY.jpg)
নিজস্ব সংবাদদাতা : কানাডার জাতীয় নির্বাচন দিবসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের উত্তেজনা ছড়ালেন। তিনি কানাডিয়ানদের উদ্দেশ্যে প্রস্তাব দিলেন, যদি কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হয়ে যায়, তাহলে তাদের জন্য নানা সুবিধার কথা ভাবা হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/07/jYT9jODkDlzUPjv8Y9I8.jpg)
ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে ট্রাম্প লিখেছেন, "আপনাদের কর অর্ধেকে নামিয়ে আনা হবে, বিনামূল্যে সামরিক শক্তি বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হবে। গাড়ি, স্টিল, অ্যালুমিনিয়াম, কাঠ, জ্বালানি ও অন্যান্য ব্যবসা চার গুণ বৃদ্ধি পাবে কোনো ট্যারিফ বা কর ছাড়াই — যদি কানাডা যুক্তরাষ্ট্রের ‘৫১তম রাজ্য’ হয়ে যায়।"
উল্লেখ্য, আজকের দিনে কানাডার ভোটাররা ঠিক করবেন, তারা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি-কে বেছে নেবেন, নাকি কনজারভেটিভ নেতা পিয়েরে পলিয়েভর হাতে দেশের দায়িত্ব দেবেন। ট্রাম্পের এই মন্তব্যের পর, কনজারভেটিভ নেতা পিয়েরে পলিয়েভ এক্স (টুইটার)-এ পোস্ট করে কড়া প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, "আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করবেন না।"
/anm-bengali/media/media_files/2025/04/05/9MZ7r2fzmIUjE7MVTm33.jpg)
এর আগেও ট্রাম্প একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের রাজ্য করার ব্যাপারে তিনি "সত্যিই সিরিয়াস"। যদিও এই প্রস্তাব নিয়ে কানাডার দিক থেকে একাধিকবার অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ট্রাম্প অবশ্য দাবি করেছেন, "আমি সত্যিই ঠাট্টা করছি না।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us