ব্রিটেন সফরে রাজকীয় শিষ্টাচারে দুইবার নিয়ম ভঙ্গ করলেন ট্রাম্প- প্রকাশ্যে ভিডিও

কি করলেন ট্রাম্প?

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-18 1.42.21 AM

নিজস্ব সংবাদদাতা: ব্রিটেন সফরের সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও রাজকীয় শিষ্টাচার ভঙ্গ করলেন। তিনি দুইবার রাজা চার্লস তৃতীয়ের পিঠে হাত রাখেন, যা প্রোটোকল অনুযায়ী অনুচিত। নিয়ম অনুযায়ী, সম্রাট নিজে উদ্যোগ না নিলে তাঁকে স্পর্শ করা যায় না—শুধু করমর্দন অনুমোদিত। অন্য ক্ষেত্রে কেবল মাথা ঝোঁকানো বা নম যথেষ্ট।

এছাড়াও ট্রাম্পকে রাজার আগে হেঁটে যেতে এবং এক প্রহরীর পাশে কাতারে হাঁটতে দেখা যায়, যা নিয়ম ভঙ্গ হিসেবে সমালোচিত হয়েছে।