New Update
/anm-bengali/media/media_files/2025/05/13/3wLtysUGVkwKSV48NDOz.jpg)
নিজস্ব সংবাদদাতা : বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজের তৈরি করা বড়সড় ঘরোয়া নীতি বিল—যাকে তিনি বলেন “বিগ, বিউটিফুল বিল” হিসেবে উল্লেখ করেছেন—সেটি পাশ করাতে এবার নিজেই হস্তক্ষেপ করছেন তিনি। কাল ক্যাপিটলে হাউস রিপাবলিকানদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথমবার হাউস রিপাবলিকানদের সম্পূর্ণ দলের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি।
/anm-bengali/media/media_files/2025/04/29/1000195784-103906.jpg)
রিপাবলিকানদের ভেতরে এই বিল ঘিরে মতভেদ তীব্র। স্পিকার মাইক জনসন এখনো দলে ঐক্য ফেরাতে শেষ মুহূর্তের আলোচনা চালিয়ে যাচ্ছেন। তার মধ্যেই ট্রাম্পের সরাসরি উপস্থিতি এই রাজনৈতিক সমীকরণে নতুন গতি আনতে পারে বলেই মনে করছে ওয়াশিংটন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us