/anm-bengali/media/media_files/2025/04/05/Q0bM2PGyPd8iEae7RF1e.webp)
নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আমেরিকার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য বড়সড় ঘোষণা করার কথা ভাবছেন। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ট্রাম্প এমন একটি পরিকল্পনা বিবেচনা করছেন, যেখানে দেশের গাড়ি নির্মাতা কোম্পানিগুলোকে উচ্চ হারে ট্যারিফ বা শুল্ক দেওয়া থেকে ছাড় দেওয়া হতে পারে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে, গাড়ি শিল্পে আসা সম্ভাব্য অর্থনৈতিক ধাক্কা অনেকটাই কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
/anm-bengali/media/media_files/2025/04/03/1000180672-117187.jpg)
বিশ্লেষকদের মতে, বিদেশি গাড়ির ওপর কঠোর শুল্ক আরোপ করা হলেও, যদি মার্কিন নির্মাতাদের এই শুল্ক থেকে ছাড় দেওয়া হয়, তা দেশের গাড়ি শিল্পের জন্য বড়সড় স্বস্তির কারণ হবে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, ট্রাম্পের এই ভাবনা নিয়ে গাড়ি শিল্পে আলোচনার ঝড় উঠেছে।
President Trump is considering exempting U.S. automakers from paying steep tariffs that could cripple the industry. https://t.co/BGhg65skaM
— CBS News (@CBSNews) April 14, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us