কানাডার পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, আগস্ট ১ থেকে কার্যকর

আগস্ট ১ থেকে কার্যকর।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চিঠিতে জানিয়েছেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিকে উদ্দেশ করে যে, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করে পাল্টা শুল্ক আরোপ করেছে। এর জবাবে ২০২৫ সালের ১ আগস্ট থেকে কানাডার ওপর ৩৫% শুল্ক আরোপ করা হবে।

চিঠিতে ট্রাম্প লেখেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার পরিবর্তে, কানাডা পাল্টা শুল্ক আরোপ করেছে। তাই আমরা আগস্ট ১, ২০২৫ থেকে কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক বসাবো — এটি সব সেক্টোরাল ট্যারিফের বাইরের অতিরিক্ত শুল্ক।"

trump

এই ঘোষণাকে ট্রেড যুদ্ধের ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসন আবার ক্ষমতায় এলে মার্কিন বাণিজ্যনীতিতে বড় রকমের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, মার্কিন নির্বাচনের প্রাক্কালে ট্রাম্পের এই অবস্থান বাণিজ্য কূটনীতিতে উত্তেজনা আরও বাড়াতে পারে।