TPS বাতিল করল ট্রাম্প প্রশাসন, বিপাকে ১১,৭০০ আফগান নাগরিক

ট্রাম্প প্রশাসন আফগান নাগরিকদের জন্য TPS সুবিধা বাতিল করল। নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নতির যুক্তিতে এই সিদ্ধান্ত, বিপাকে পড়লেন প্রায় ১১,৭০০ আফগান।

author-image
Debapriya Sarkar
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রে থাকা আফগান নাগরিকদের জন্য বড় ধাক্কা। ট্রাম্প প্রশাসন জানিয়ে দিল, আফগানদের জন্য ‘Temporary Protected Status’ (TPS) আর থাকছে না। এই মানবিক সুরক্ষা বাতিল হওয়ায় প্রায় ১১,৭০০ জনের ওপর এর প্রভাব পড়বে।

Trump

সোমবার মার্কিন স্বরাষ্ট্র দফতর (DHS) জানিয়েছে, আফগানিস্তানের পরিস্থিতি এখন আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল। তাই TPS-এর আর দরকার নেই। DHS সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, আফগানিস্তানে নিরাপত্তা ও অর্থনৈতিক অবস্থা উন্নত হয়েছে। TPS ছিল সাময়িক সুরক্ষার ব্যবস্থা, এখন সেটি প্রত্যাহার করা হচ্ছে।

উল্লেখ্য, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশের মানুষদের জন্যই এই সুবিধা চালু ছিল। তবে ট্রাম্প প্রশাসন একের পর এক দেশের TPS বাতিল করছে, যেগুলিকে তারা বলছে “অতিরিক্ত দীর্ঘায়িত।” এই সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছে, এবং আগের কয়েকটি বাতিলের মতোই এটি আদালত পর্যন্ত পৌঁছাতে পারে।