BREAKING: বৈদ্যুতিক গাড়ির ওপর পড়বে ব্যাপক প্রভাব ! চীন থেকে আমদানি হওয়া গ্রাফাইটের ওপর ১৬০% শুল্কের বোঝা

চীনের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলেন ট্রাম্প।

author-image
Debjit Biswas
New Update
g

নিজস্ব সংবাদদাতা : এবার চীন থেকে আমদানি হওয়া গ্রাফাইটের ওপর প্রায় ৯৩.৫% প্রাথমিক অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করা হল যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের পক্ষ থেকে।  এই সিদ্ধান্তের ফলে  চীন থেকে আমদানি হওয়া গ্রাফাইটের ওপর মোট কার্যকর শুল্কের পরিমান দাঁড়াবে ১৬০%, যা যুক্তরাষ্ট্রের ব্যাটারি শিল্পে এক ব্যাপক প্রভাব ফেলবে। গ্রাফাইট, যা মূলত বৈদ্যুতিক গাড়ির (EV) ব্যাটারি তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটিকে চীনা কোম্পানিগুলি “অন্যায্য ভর্তুকি” দিয়ে এতদিন কম দামে রপ্তানি করছিল বলে অভিযোগ উঠেছে। আমেরিকান অ্যাকটিভ অ্যানোড মেটেরিয়াল প্রোডিউসারস নামে একটি বাণিজ্য সংগঠন গত ডিসেম্বর মাসে এই অভিযোগ এনে তদন্তের আবেদন করে। এরপর এই বিষয়ে তদন্তে নেমে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ বলে, ''চীন “ন্যায্য মূল্যের চেয়ে কম দামে” AAM (Active Anode Material) বিক্রি করছে যুক্তরাষ্ট্রে।'' শুধুমাত্র এই কারণেই চীন থেকে আমদানি হওয়া গ্রাফাইটের ওপর এই বিপুল পরিমান শুল্কের বোঝা চাপিয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ। 

donald trump