/anm-bengali/media/media_files/2025/07/16/whatsapp-image-2025-07-15-2025-07-16-18-07-21.jpeg)
হাবিবুর রহমান, ঢাকা: বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ২টি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। গত রবিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া থেকে এই ট্রলারগুলিকে আটক করে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। পরে আটক ট্রলার ২টি সোমবার রাত ১১টায় মোংলার দিগরাজের নৌঘাঁটিতে আনা হয়। পরে তাদের মোংলা থানায় নিয়ে যাওয়া হয়।
মোংলা থানার পুলিশ জানায় যে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে রবিবার রাতে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালীন জাহাজের রাডারে সন্দেহজনক ভারতীয় মাছ ধরার ট্রলারের উপস্থিতি দেখা যায়। এ সময় তারা ওই ট্রলারের দিকে এগোতে থাকলে মাছ ধরার ট্রলারগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চণ্ডী-৩৮’ নামে দুটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করেন। এতে ভারতীয় মোট ৩৪ জন জেলে রয়েছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/16/whatsapp-image-2025-07-15-2025-07-16-18-07-39.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us