TRF-কে সন্ত্রাসী ঘোষণা, চিন বলল ‘সব সন্ত্রাসের বিরোধী’

জঙ্গি সংগঠন TRF-কে সন্ত্রাসবাদী ঘোষণার পর মুখ খুলল চিন, বলল ‘সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে'।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-19 8.42.34 AM

File Picture

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তান ভিত্তিক কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার (LeT) সহযোগী গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা TRF-কে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন এবং ‘বিশ্বব্যাপী বিশেষভাবে চিহ্নিত সন্ত্রাসী সংগঠন’ (Specially Designated Global Terrorist Organization) হিসেবে তালিকাভুক্ত করল মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক বিবৃতিতে বলেন, “চিন সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ করে এবং ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে সংঘটিত জঙ্গি হামলার তীব্র নিন্দা জানায়।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলের দেশগুলোর উচিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং একত্রে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা।”

উল্লেখ্য, TRF-কে ২০২০ সালের পর থেকে জম্মু ও কাশ্মীর অঞ্চলে একাধিক সন্ত্রাসী হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে দায়ী করা হচ্ছে। বিশেষত, ২২ এপ্রিলের হামলায় একজন পর্যটক সহ বেশ কয়েকজন নিরীহ ব্যক্তি নিহত হন, যা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। TRF কার্যত লস্কর-ই-তৈয়বার ছদ্মবেশী রূপ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

মার্কিন পররাষ্ট্র দফতরের সন্ত্রাসবাদ সংক্রান্ত ‘ডিজাইনেশন প্রক্রিয়া’-র আওতায় TRF-এর সঙ্গে যুক্ত আর্থিক লেনদেন, সাহায্য কিংবা যোগাযোগ নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন নাগরিকদের জন্য এই গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করাও এখন অপরাধ হিসেবে গণ্য হবে।

চিনের বিবৃতিকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষক মহল। অতীতে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে জাতিসংঘের পদক্ষেপে বারবার বাধা সৃষ্টি করেছিল বেইজিং। এবার TRF-এর নিন্দা করে চিন কার্যত এক নতুন বার্তা দিল বলে মনে করা হচ্ছে।